Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Online Classes

Click The Picture below / নিচের ছবি তে ক্লিক করুন (Organized by School Educational Dept. Govt of W.B)


Tuesday, 18 June 2019

Message From H.M

মাননীয় প্রাধান শিক্ষক মহাশয় এর কলম থেকে 




ছাত্র-ছাত্রীর সার্বিক উন্নতি সাধনের জন্য শিক্ষাদানের সাথে সাথে খেলাধুলা শরীর চর্চার ব্যবস্থা আমাদের বিদ্যালয় আছে। এছাড়া সংগীত নৃত্য আবৃত্তি অংকন বিভিন্ন সাংস্কৃতিক চর্চার মাধ্যমে ছাত্র-ছাত্রীর বৌদ্ধিক, মানসিক ও  সাংস্কৃতিক বিকাশের সাথে সাথে ছাত্র ছাত্রীরা একদিন তাদের অভীষ্ট লক্ষে পৌছাবে আশা রাখি। অন্যান্য বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীরা পড়ার চাপে অধিকাংশই অবসাদগ্রস্ত হয়ে পড়ে কিন্তু আমাদের বিদ্যালয় ছাত্র ছাত্রীরা বিভিন্ন ধর্মালম্বী হওয়ায় তাদের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ঘটে সহানুভূতিশীলতা বৃদ্ধি পায়। ছাত্র-ছাত্রীরা উচ্চশিক্ষিত এবং উচ্চবিত্ত হওয়ার আগে তারা সুস্থ মানসিক বিকাশের জন্য সুস্থ পরিবেশ আমাদের বিদ্যালয় থেকে প্রথমেই পায়। ছাত্র-ছাত্রীদের সাথে শিক্ষক শিক্ষকরা তাদের পড়াশোনার বাইরে তাদের পারিবারিক , অর্থনৈতিক পরিস্থিতি জানার চেষ্টা করে এবং ফল স্বরূপ নির্ভয় হয়ে ছাত্র-ছাত্রীরা তাদের সিদ্ধান্ত, ভবিষ্যৎ পরিকল্পনা শিক্ষকদের জানাতে পারে। এই বিদ্যালয়ের শিক্ষকরা ছাত্র ছাত্রীর কাছে তাদের পরিবারের সদস্যের মতো। বিদ্যালয়ে পরিবেশ ছাত্র-ছাত্রীদের মানসিক চাপ অনেকটাই কমে যায়। তাদের যেকোন রকম সমস্যা বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকাগণ অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেন যাতে  ছাত্র-ছাত্রীদের যথাসম্ভব তাদের শিক্ষা চর্চার অব্যাহত রাখে ।


No comments:

Post a Comment